TOS

STANDARD TERMS & CONDITIONS

avatar
Posted by
BDTOPHOST Team
1. DOMAIN REGISTRATION

১. ডোমেইন অর্ডার করার পর যদি ডোমেইন রেজিস্টার করা হয়ে যায় তাহলে, তখন টাকা ফেরত চাইলে সেটা ফেরত দেওয়া হবে না


২. অর্ডার করার সময় কোনো তথ্য ভুল দিলে সেই দায়ভার আপনাকে নিতে হবে, সবসময় নিজে চেষ্টা করবেন সকল তথ্য দিয়ে অর্ডার দেওয়ার জন্য, যদি কোম্পানির কোনো স্টাফ আপনার কাজটি করে দেয় ওই সময় যদি কোনো ভুল হয় সেটার দায়ভার ও আপনার ওপর যাবে কারণ স্টাফ আপনাকে সাহায্য করতে কাজটি করেছে, এই জন্য সব সময় আপনি অর্ডার করবেন যাতে ভুল না হয়


৩. ডোমেইন রেজিস্টার করার পর আপনার মেইল চেক করবেন, অনেক গুরুত্ব পূর্ণ মেইল যেতে পারে, যেমন ডোমেইন কনফার্মাসন লিংক সহ বিলিং এর তথ্য যাবে,ডোমেইন লিংক কনফার্ম না করলে সেটার দায়ভার আপনাকে নিতে হবে


৪. **আপনার ডোমেইন Expire হওয়ার আগে ডোমেইন রিনিউ করে নিতে হবে, Expire হয়ে গেলে এক্সট্রা ফী দিতে হবে , যদি ১ মাস পার হয়ে যাই তাহলে আর ডোমেইন রিনিউ করা সম্ভব হবে না


৫. ডোমেইন বিরুদ্ধে যদি কোনো রিপোর্ট আসলে ডোমেইন সাসপেন্ড করে রাখা হবে কোনো প্রকার নোটিফাই ছাড়াই, এরপর আমাদের সাথে যোগাযোগ করে নেক্সট স্টেপ গুলো পূরণ করতে হবে


৬. ডোমেইন প্যানেল আমরা যেটা প্রোভাইড করবো সেটাই নিতে হবে, অন্য কোনো প্যানেলের জন্য বললে সেটা গ্রহণ যোগ্য হবে না।


৭. যেকোনো ডোমেইন কেনার পূর্বে উক্ত ডোমেইনের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তাদের শর্তবলি ভালো করে দেখে নিন, BDTOPHOST থেকে ডোমেইন কেনার পর মেইন কোম্পানি সাসপেন্ড এবং ডিএক্টিভ করে দিলে আমাদের কিছুই করার থাকবে না, সেই ক্ষেত্রে মেইন কোম্পানি এর সাথে যোগাযোগগ করতে হবে, এইরকম কমপ্লেইন গ্রহণ যোগ্য নয় BDTOPHOST থেকে ডোমেইন কিনেছি BDTOPHOST ঠিক করে দিবে।


৮. ডোমেইন কেনার পর অনেক সময় ফেসবুকের কনটেন্ট ভাইলেশন এর জন্য ডোমেইন ব্লক করে সেই ক্ষেত্রে কাস্টমারকে এই দায়ভার নিতে হবে


৯. ডোমেইনের বিরুদ্ধে যদি কোনো কপিরাইট রিপোর্ট আসে তাহলে কোনো রকম নোটিফাই ছাড়াই ডোমেইন সাসপেন্ড বা রিমুভ করে দেওয়া হবে।


Refunds ✔ :- যেকোনো ডোমেইন রেজিস্ট্রেশন হয়ে গেলে সেই ডোমেইন টাকা রিফান্ড করা হবে না, কোনো ডোমেইন ট্রান্সফার শুরু হয়ে গেলে সেটারও রিফান্ড করা হবে না।



2. ALL SHARED HOSTING
  • আমাদের থেকে হোস্টিং কেনার পর সম্পূর্ণ সিপ্যানেল আপনি বুঝে নিবেন, যদি বুজে না নেন তাহলে সেই দায়ভার ক্লাইন্টকে নিতে হবে, সিপ্যানেল বুজে পাওয়ার পর না বুঝে কোন ফাইল ডাটাবেজ চেঞ্জ / ডিলিট করলে সেই দায়ভার ক্লাইন্টকে নিতে হবে।
  • আমাদের হোস্টিং এ কোনো এডাল্ট কনটেন্ট বা রাষ্ট্র বিরোধী কোনো কাজে ব্যবহার করা যাবে না, যদি ব্যবহার করে থাকেন তাহলে হোস্টিং সাসপেন্ড করে দেওয়া হবে কোনো রকম নোটিশ ছাড়াই
  • আমাদের হোস্টিং নেওয়ার পর যদি ফেইসবুক আপনার ডোমেইন ব্লক করে সেটার জন্য কোম্পানি দায়ী থাকবে না, কাস্টমারকে দায়ভার নিতে হবে।
  • যদি আপনি সময় মত হোস্টিং বিল পেমেন্ট না করে অর্থাৎ বিলের নির্ধারিত সময় পার হয়ে ৭ দিন অতিরিক্ত হয়ে গেছে তাহলে কোনো রকম নোটিশ ছাড়াই হোস্টিং মুছে ফেলা হবে, যেটার ডাটা বা ফাইল ফিরিয়ে আনা সম্ভব হবে না, আপনাকে অবশ্যয় মেইল চেক করে অথবা বিলিং পোর্টাল লগইন করে বিল এর সময় জেনে নিতে হবে, অনেক সময় মেইল বা এসএমএস নাও যেতে পারে এই জন্য আপনাকে পোর্টাল লগইন করে দেখে নিতে হবে। এবং ডিলিট হওয়ার আগেই পে করতে হবে
  • BDTOPHOST শেয়ার্ড হোস্টিং কোনো স্টোরেজ হিসেবে ব্যবহার করা যাবে না, যেমন ভিডিও অডিও ফাইল ডাউনলোড আপলোড হিসাবে ব্যবহার না করা, শুধু ওয়েবসাইট ডাটাবেস এবং ফাইল যতখুশি ততো রাখা যাবে নির্দিষ্ট প্লানের ওপর
  • DMCA / কপিরাইট/ফিশিং লিংক সহ অন্নান্য রিপোর্ট আসলে BDTOPHOST কোনো প্রকার নোটিফাই ছাড়াই হোস্টিং সাসপেন্ড অথবা টার্মিনেট করে দেওয়ার ক্ষমতা রাখে, এরপর ক্লায়েন্ট এর কোনো প্রকার আপত্তি গ্রহণ যোগ্য হবে না.
  • Backups and Data Loss :- BDTOPHOST টের যেকোনো হোস্টিং এর ডাটার সংরক্ষণের দায়িত্ব আপনার নিজের।BDTOPHOST সার্ভার ক্র্যাশ বা কোনো টেক রিলেটেড কারণে ডাটা নষ্ট হলে সেটার দায়ভার নিবে না, BDTOPHOST ট শুদু সার্ভিস প্রোভাইড করেছে ডাটার সংরক্ষণের দায়িত্ব নেয় নি, এরপর BDTOPHOST ট অমেটিকলি ডাটা রিমোট সার্ভারে সংরক্ষণ করে থাকে, টেকনিকেল কারণে অনেক সময় রিমোট সার্ভারে ডাটা জমা নাও হতে পারে, এই জন্য সিপ্যানেল থেকে ক্লায়েন্টকে নিজ দায়িত্বে দেখে নিতে হবে। BDTOPHOST ট রিমোট ব্যাকআপ এরও নিচ্চয়তা প্রদান করে না। ক্লায়েন্টের নিজের নিরাপত্তার জন্য সিপ্যানেল থেকে ব্যাকআপ সংরক্ষণ করে রাখুন।
  • Site Migration / Transfer BDTOPHOST ট সিপ্যানেল থেকে সিপ্যানেল ফ্রি ট্রান্সফার করা সুবিধা দিবে, যেকোন ম্যানুয়াল ট্রান্সফার চার্জের জন্য খরচ পর্বে ৫০০-২০০০টাকা, সাইটের ডাটা এর ওপর নির্ভর করবে। ভিপিএস বা ডেটিকাটেড সার্ভারের জন্য রুট এক্সেস থেকে মাইগ্রেশন সম্পূর্ণ ফ্রি, নন রুট থেকে ট্রান্সফার ২০ টি অ্যাকাউন্ট ফ্রি , তারপরে প্রতিটি একাউন্টের জন্য ১০০ টাকা চার্জ করা হবে। রিসেলারদের একই শর্ত প্রযোজ্য।
  • ✳ Unacceptable Material: -
  • IRC Scripts/Bots or IRCD (irc servers)
  • Proxy Scripts/Anonymizers
  • Image Hosting Scripts (similar to Photobucket or Tinypic)
  • AutoSurf/PTC/PTS/PPC sites
  • Bruteforce Programs/Scripts/Applications
  • Mail Bombers/Spam Scripts
  • Banner-Ad services (commercial banner ad rotation)
  • File Dump/Mirror Scripts (similar to rapidshare)
  • Commercial Audio Streaming (more than one or two streams)
  • High-Yield Interest Programs (HYIP) or Related Sites
  • Investment Sites (FOREX, E-Gold Exchange, Second Life/Linden Exchange, Ponzi, MLM/Pyramid Scheme)
  • Lottery/Gambling Sites
  • Hacker focused sites/archives/programs
  • Sites promoting illegal activities
  • Broadcast or Streaming of Live Sporting Events (UFC, NASCAR, FIFA, NFL, MLB, NBA, WWE, WWF, etc)
  • Movie Downloading site


3. SUPPORT TEAM
  • ✔ BDTOPHOST.Com সেলস সাপোর্ট দিয়ে থাকে ফেসবুক পেজ/ কল / লাইভ চ্যাট এর মাধ্যমে (ফেসবুক পেজ/ কল / লাইভ চ্যাট এ টেকনিকেল সাপোর্ট পাওয়া যাবে না )
  • ✔ টেকনিকেল সাপোর্ট দিয়ে থাকে শুধু মাত্র সাপোর্ট টিকিটের মাধ্যমে
  • ✔ BDTOPHOST.Com L1 Support প্রাথমিক পর্যায়ের সাপোর্ট দিয়ে থাকেন
  • ✔ BDTOPHOST.Com L2 Support মিডিয়াম পর্যায়ের সাপোর্ট দিয়ে থাকেন
  • ✔ BDTOPHOST.Com L1 Support এবং L2 Support সাপোর্ট টিকেটের রেসপন্স টাইম ৫ মিনিট থেকে ১ ঘন্টা , L3 Support রেসপন্স টাইম ১ ঘন্টা থেকে ৬ ঘন্টা।
  • প্রোবলেম এর ওপর নির্ভর করে রেসপন্স টাইম এবং সল্যুশন দেওয়ার ক্ষেত্রে সময় বেশি লাগতে পারে সেটা হতে পারে ১ দিন থেকে ৭ দিন ( থার্ড পার্টি কোম্পানি এর রেসপন্স এর ওপর নির্ভর করবে)
  • ✔ বিলিং এবং অন্যান্য সাপোর্ট রেসপন্স টাইম ১ঘন্টা থেকে ২৪ ঘন্টা
  • ✔ বিলিং এবং অন্যান্য সাপোর্ট রেসপন্স টাইম ১ঘন্টা থেকে ২৪ ঘন্টা


4. ACCOUNT
  • পুতুল হোস্টে রেজিস্টার করার সময় অবশ্যই আপনার সঠিক তথ্য দিয়ে রেজিস্টার করবেন। পরবর্তীতে NID বা অন্য ডকুমেন্ট দিতে হতে পারে। যেসকল ক্ষেত্রে ডকুমেন্ট চাইবে
  • ১. পুতুল হোস্টের একাউন্টের ইমেইল বা অন্য কোনো তথ্য পরিবর্তন এর ক্ষেত্রে
  • ২. যেকোনো কারণে ডোমেইন বা হোস্টিং সাসপেন্ড হলে


5. PAYMENTS
  • ✔ If a shared/reseller account has a past due invoice, we will perform the following actions.
  • 1-2 Days – No Action Taken
  • 3 Days – Accounts are suspended
  • 7 Days – Accounts will be terminated.


6. PRIVACY POLICY:
  • Information Collection: BDTOPHOST is the sole owner of the information collected on any website that is owned and operated by BDTOPHOST . BDTOPHOST collects information from our users at several different points on our Web sites.
  • Registration: In order to use one of the above Web sites, a user may first complete a registration form. During registration a user is required to gives contact information (such as name and email address). We use this information to contact the user about services on our site for which he has expressed interest. It is optional for the user to provide demographic information (such as income level and gender), and unique identifiers (such as, username and password), but encouraged so we can provide a more personalized experience on our site.
  • BDTOPHOST Web Hosting Order: We request information from the user on our order or registration form. A user must provide contact information (such as name, email, and shipping address) and financial information (such as credit card number, expiration date). This information is used for billing purposes and to fill customer’s orders. If we have trouble processing an order, the information is used to contact the user.
  • BDTOPHOST Web Hosting Profile: We store information that we collect through cookies, log files, clear gifs, and/or third parties to create a profile of our users. A profile is stored information that we keep on individual users that details their viewing preferences. Consequently, collected information is tied to the users personally identifiable information to provide offers and improve the content of the site for the user. This profile is used to tailor a user’s visit to our Web site, and to direct pertinent marketing promotions to them. Your profile will NEVER BE SHARED with any third parties.
  • Cookies: A cookie is a piece of data stored on the user’s computer tied to information about the user. Usage of a cookie is in no way linked to any personally identifiable information while on our site. We use both session ID cookies and persistent cookies. For the session ID cookie, once users close the browser, the cookie simply terminates. A persistent cookie is a small text file stored on the user’s hard drive for an extended period of time. Persistent cookies can be removed by following Internet browser help file directions.
  • BDTOPHOST Log Files: Like most standard Web site servers we use log files. This includes internet protocol (IP) addresses, browser type, internet service provider (ISP), referring/exit pages, platform type, date/time stamp, and number of clicks to analyze trends, administer the site, track user’s movement in the aggregate, and gather broad demographic information for aggregate use. IP addresses, etc. are not linked to personally identifiable information. We use our in-house tracking utility that uses log files to analyze user movement.
  • Special Offers and Updates: We send all new members a welcoming email to verify password and username. Established members will occasionally receive information on products, services, special deals, and a newsletter. Out of respect for the privacy of our users we present the option to not receive these types of communications. Please see the Choice and Opt-out sections.
  • BDTOPHOST Newsletter: If a user wishes to subscribe to our newsletter, we ask for contact information such as name and email address. Out of respect for our users privacy we provide a way to opt-out of these communications.
  • BDTOPHOST Legal Disclaimer: Though we make every effort to preserve user privacy, we may need to disclose personal information when required by law wherein we have a good-faith belief that such action is necessary to comply with a current judicial proceeding, a court order or legal process served on our Web site.
  • Third Party Intermediaries: We use an outside shipping company to ship orders, and a credit card processing company to bill users for goods and services. These companies do not retain share, store or use personally identifiable information for any secondary purposes.
  • BDTOPHOST Service Providers: We may from time to time partner with other third parties to provide specific services. When the user signs up for these particular services, we may share names, or other contact information that is necessary for the third party to provide these services. These third parties are not allowed to use personally identifiable information except for the purpose of providing these services..